৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে সেরাদের সেরা হলো ফেনীর স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল

২৬ ডিসেম্বর, ২০২২

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: জয়ী দলের বিতার্কিকরা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত ১ম ইন্টার স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২২ এর প্রথম রাউন্ডে গানার্স ইংলিশ স্কুল, চট্টগ্রাম (পক্ষ) টিমকে হারিয়ে জয়ী হয়েছে ফেনীর ইংলিশ  স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল (বিপক্ষ)।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে  Cultural Backwardness hinders the progress of economy
বিষয়ের উপর বিতর্কটি অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ তাহমিদুজ্জামান অধর শ্রেষ্ঠ বিতার্কিক ঘোষিত হন। এছাড়াও সাইমি শাহাদাত ও আদিবা মাহমুদ রোদেলা স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধিত্ব করেন।

আবুল মাসুদ চৌধুরীর গ্রন্থনায় ও মুন্না মজুমদারের সমন্বয়ে বিতর্ক প্রতিযোগিতায় সভাপতির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম‌ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মাইনুল হাসান চৌধুরী ‌।

বিচারকের দায়িত্ব পালন করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির প্রভাষক রাহী হাসান চৌধুরী, কনফিডেন্স সল্ট লিমিটেড এর হেড অব মার্কেটিং সর্দার নওশাদ ইমতিয়াজ ও যমুনা টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন।

উল্লেখ্য যে, দেশের প্রথম সারির ৬৪ টি ইংলিশ ভার্সন স্কুল নিয়ে বিটিভি-১ম ইন্টার স্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049