৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অর্থনীতি ও বাণিজ্য / ধর্ম ও জীবন

হৃদয়ে গফরগাঁও যুবসমাজ সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

২৪ মার্চ, ২০২৩

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: হৃদয়ে গফরগাঁও নুরাপাড়া যুবসমাজ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ করছেন সদস্যরা

ময়মনসিংহের গফরগাঁওয়ে “হৃদয়ে গফরগাঁও” নুরাপাড়া যুবসমাজ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দরা।


পবিত্র মাহে রমজান গফরগাঁওয়ে উস্থি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নুরাপাড়া গ্রামের যুবকদের উদ্যোগে  “হৃদয়ে গফরগাঁও (নুরাপাড়া যুবসমাজ সেচ্ছাসেবী সংগঠন)” সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৪ মার্চ) সকালে ১০নং উস্থি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নুরাপাড়া গ্রামের বিভিন্ন বাড়িতে  গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোজাদার ব্যক্তির জন্য ইফতার সামগ্রী তুলে দিতে এগিয়ে এসেছে এ সামাজিক সংগঠনটি। সংগঠনের কমিটির সদস্যরা সংগঠন অফিসে মিলিত হয়ে ইফতার সামগ্রী প্যাকেটের কাজ সমাপ্তি করেন। আর এ কাজেই আনন্দ খুজে নিয়েছে সংগঠনের সকল সদস্যরা


ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে  ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, চিনি ১ কেজি,  সয়াবিন তৈল ১ লিটার, ডাল সহ ইত্যাদি। 

এসময় স্বেচ্ছাসেবী সামাজিক এ সংগঠনটির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীরের নেতৃত্বে এলাকার সকল শ্রেনীর সাধারণ মানুষদের কে নিয়ে  ইফতার সামগ্রী বিতরণ সফল করেন।

প্রাকৃতিক নানা দুর্যোগে এই এলাকার নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল উদ্দেশ্য। মানবসেবায় এ ধরণের কল্যাণকর কাজে আরও অংশগ্রহণ বাড়ানোর আশা সংগঠনের সদস্যদের।  

সংগঠনটি প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর বলেন, আমাদের লক্ষ্য, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসাশিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ উপহার, খালি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে।  সাধারণ মানুষের  হৃদয়ে জায়গায় করে নিতে চাই।


উল্লেখ্য যে, হৃদয়ে গফরগাঁও (নুরাপাড়া যুবসমাজ সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন) একটি অফলাইন অরাজনৈতিক সামাজিক সংগঠন। গ্রুপটিতে রয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জন ও প্রবাসী ভাইয়েরা যাদের সহযোগিতায় আমরা মানুষের পাশে দাঁড়ানোর সাহস পাই, সমাজের বিভিন্ন স্তরের তরুণ এবং সমাজের বিভিন্ন শ্রেনীর ব্যক্তিদের নিয়ে গড়ে উঠেছে যাদের একমাত্র লক্ষ্য মানবসেবা। একঝাক তরুণ— মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত। তারা বলেছেন, কর্মজীবন ও শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news