০৩ ডিসেম্বর, ২০২২
ছবি: হরিণাকুণ্ডুতে তামাক পরিহারে করণীয়
ঝিনাইদহের হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে তামাক ব্যবহার থামাতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হাসপাতাল সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ, সৌরভ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম, প্রেসক্লাব হরিণাকুণ্ডু,র সাধারণ সম্পাদক রাব্বুল হুসাইন, দপ্তর সম্পাদক শামছুল আলম লিপু, নির্বাহী সদস্য মিল্টন আহম্মেদ।
লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজনে এবং ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় তামাক ব্যবহারে কিকি ক্ষতি,তার পরিমান ও ভয়াবহতায় বাংলাদেশ সহ পৃথিবীর পরিসংখ্যান বিশদভাবে তুলে ধরেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, ডাঃ আহামদ্দুল্লাহ, ডাঃ অনন্যা রহমান ও ডাঃ খোন্দকার বনি আমিনা।
পৌরসভার মেয়র ডাক্তার, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তামাককে না বলতে বিভিন্ন কর্মসুচি পালনের ঘোষণা দেন।