৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

হরিণাকুণ্ডুতে পলাতক আসামি গ্রেফতার

২৬ নভেম্বর, ২০২২

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: গ্রেফতারকৃত আসামি

  ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ  ঝিনাইদহ সদর সহ হরিণাকুণ্ডু উপজেলা এলাকা থেকে তিন জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

শুক্রবার (২৬ নভেম্বর ) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান  চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে সোর্স নিয়োগের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার রাতে এসআই মহাসিন এর নেতৃত্বে এএসআই জসিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত পারীজারী ১০/১৯ মামলার তিন (০৩) মাসের বিনাশ্রম দন্ড প্রাপ্ত উপজেলার সাবেক বিন্নী গ্রামের সিরাজুল ইসলাম দুলালের পুত্র হাসানুর রহমান রাজাকে ঝিনাইদহ পাগলাকানাই ইউপির গয়েশপূর গ্রাম থেকে এবং সিআর ৪৭০/১২ মামলার পাঁচ (০৫) বছরের সশ্রম ও দশ (১০,০০০/-) হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন(০৩) বছর সশ্রম দন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার পোল ভাতুড়িয়া গ্রামের চৈতন্য বিশ্বাসের ছেলে চঞ্চল বিশ্বাস ও একই গ্রামের অজিৎ কুমারের ছেলে বিশ্ব বিশ্বাস কে হরিণাকুণ্ডু উপজেলা এলাকা থেকে  একই রাতে গ্রেফতার করা হয় এবং পরদিন শনিবার ২৬ নভেম্বর সকালে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good