৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিনোদন

হরিণাকুণ্ডুতে লালন স্মরণ উৎসবের উদ্বোধন

১৬ ফেব্রুয়ারী, ২০২৩

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: লালন উৎসবের ছবি

লালন ভূমি সার্ধদ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুরে ৩ দিন ব্যাপী মরমীকবি লালন স্মরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। লালন গুরু সিরাজ সাঁইয়ের মাজার সংলগ্ন হরিশপুর লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিদিন বিকাল থেকে শুরু হবে। প্রতি বছরের ন্যায় এবারও দেশবরেণ্য শিল্পী, গবেষক, বিশিষ্ট্যজনদের উপস্থিতে মুখরিত হবে এমন এই অনুষ্ঠান বলে জানাগেছে। বৃহস্পতিবার (১৬ ফ্রেব্রুয়ারী) বিদ্যালয়ের সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এর সভাপতিত্বে এতে প্রধান অতিথী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য সমাজসেবক ও জাহেদী ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। এ সময়ে প্রধান আলোচক হিসেবে লালন স্মরণ উৎসবে আলোচনা রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার, লোক শিল্পী আব্দুল লতিফ শাহ। উল্লেখ্য উপমহাদেশের কিংবদন্তি বাউল সাধক ফকির লালন শাহের স্মরণে শুরু হয়েছে তিন দিন ব্যাপী স্মরণোৎসব। তাঁর শিষ্যরা এই উৎসবকে লালন স্মরণোৎসবও বলে থাকেন।

Related Article