১৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: মির্জাপুরে ইসলাকি সাংস্কৃতিক সন্ধ্যা।
ইসলামী বয়ান নয় এবার ইসলামী গানের সুরে সুরে দর্শক মাতালেন সুর সম্রাট আ. ন .ম মশিউর রহমান মিঠু। শনিবার রাতে (১৫ ফেব্রæয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার টাকিয়া কদমা গ্রামে ইসলামী সমাজ কল্যাণ ও প্রবাসি সংস্থার উদ্যোগে আয়োজিত সাংস্কৃকিত সন্ধ্যায় তিনি একক ইসলামী গান পরিবেশন করেন।
এর আগে মাওলানা শামছুদ্দিন মিঞার সভাপতিত্বে দিনব্যাপি বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর প্রবাসি আলমগীর হোসেন। ডি এম াুিরফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ। বক্তব্য রাখেন ১২ নং ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, মাওলানা হাফেজ আবুল কাশেম মৃধা, জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমুখ।