৩০ অক্টোবর, ২০২৪
ছবি: প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর ২য় পর্যায়ের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হরিণাকুন্ডু উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, শারীরিক ও মানসিক বিকাশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি ঝিনাইদহের উপপরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিকুর রহমান, কোর্স পরিচালক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, এবং কোর্স সমন্বয়ক সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানেটারি ন্যাপকিনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।