১৪ মার্চ, ২০২৩
ছবি: প্রস্তুতির সভার ছবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এঁর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, পৌর মেয়র ফারুক হোসেন, হরিনাকুণ্ডু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, কৃষি অফিসার হাফিজ হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, জেলা সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল ইসলাম গেন্দা, সাবেক সাংগঠনিক কমান্ডার তাহাজউদ্দীন, ভায়না ইউনিয়ন নেতা মোশাররফ হোসেন,চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:কামাল হোসেন, কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, সমাজ সেবা কর্মকর্তা শিউলী রানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।