১৫ ডিসেম্বর, ২০২২
ছবি: সম্মেলনের
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের রিশখালী বাজার প্রাঙ্গনে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ৪নং দৌলৎপুর ইউনিয়ন শাখার উদ্ব্যোগে ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দৌলতপুর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন,সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক ও ঝিনাইদহ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য আহাদুর রহমান খোকন, হরিণাকুণ্ডু পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফারুক হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহব্বায়ক রাফেদুল হক সুমন।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ৪নং দৌলৎপুর ইউনিয়ন শাখার ত্রী-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ,সদস্য সচিব সম্মেলন প্রস্তুতি কমিটির রানা হামিদ,৪ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,স্থ্যানীয় অংগসংগঠনের নেত্রীবৃন্দ সহ আরও অনেকে।
এসময়ে দৌলতপুর ইউপি সেচ্ছাসেবক লীগের ত্রী-বার্ষিক সম্মেলন সভাপতি হিসেবে মোঃ দরাব আলি এবং মোহাম্মদ আলী-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।