০৪ জানুয়ারী, ২০২৩
ছবি: প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসাইন, সাবেক সহসভাপতি-বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সাবেক সভাপতি-বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এবং সাবেক উপদপ্তর সম্পাদক- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান- ফারুক হোসেন, সাবেক আহবায়ক- হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রলীগ। মেয়র- হরিণাকুণ্ডু পৌরসভা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ফিরোজ সালাউদ্দিন, সাবেক ছাত্রনেতা ও আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। রাফেদুল হক সুমন, সাবেক যুগ্ম আহবায়ক, হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রলীগ ও যুগ্ম আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ প্রমূখ।