১০ জানুয়ারী, ২০২৩
ছবি: ছবি - স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ছবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতির পিতা বঙ্গন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচি পালন।
মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা আ'লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর এক র্যালী শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা, পৌর,ইউনিয়ন আ'লীগ সহ যুবলীগ, শ্রমীকলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ। এরপর দোয়েল চত্বর উপজেলা আ'লীগের কার্যালয়ে, উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে ও উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আ'লীগের নেতা ও সাবেক পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু,
উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক,সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম, সিনিয়ার আ'লীগ নেতা রবিউল ইসলাম পিলু মল্লিক, উপজেলা আ'লীগের নেতা ও সাবেক ছাত্রনেতা আমিরুজ্জামান পলাশ প্রমুখ।
আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ওপর তার রাজনৈতিক,ব্যাক্তিগত,মানবিক গুণাবলি, কূটনৈতিক সম্পর্ক,বলিষ্ঠ সাহসিকতা,পরারাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি বিশ্বাস ও ভালোবাসার নানা দিক তুলে ধরেন।
Good news
Good