৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

হরিণাকুন্ডুতে বিমা দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

০১ মার্চ, ২০২৩

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: বিমা দিবসের র‍্যালি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।


হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু।

এ সময় প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ উজ্জ্বল কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, আমার বাড়ি আমার খামার কর্মকর্তা মাহফুজুল হক, হরিণাকুণ্ডু জীবন বীমা কর্মকর্তা দিলিপ কুমার সহ বিভিন্ন দপ্তর প্রধান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্নেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য বীমা সেবায় গ্রাহকের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। ১৯৬০ সালের পহেলা মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ে আলফা ইনস্যুরেন্স কম্পানিতে কাজ শুরু করেন। তাই প্রতি বছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া আলোচনা সভায় বক্তরা বীমার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সকলকে বীমার আওতায় আসার আহব্বান জানান।

Related Article