৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আন্তর্জাতিক

হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

০৮ মার্চ, ২০২৪

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: নারী দিবসের ছবি

হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা'' নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ শ্লোগানকে ধারন করে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ মার্চ) হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ থেকে সকালে ১১ টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ সভা কক্ষে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফারুক হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনর্চাজ (ওসি) জিয়াউর রহমান,

১ নং ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, ২ নং জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, স্মার্ট ভিলেজ জনপদের কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু,

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু, হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি সুদিপ্ত সালাম, সাধারণ সম্পাদক জাফিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক -শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।

Related Article