০৭ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিরা।
ঝিনাইদহের হরিণাকুণ্ডতে আল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসা থেকে ৭৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত চলে, পবিত্র কুরআন তিলাওয়াতে মুখরিত হয়ে ওঠে অডিটোরিয়ামের আশপাশ। ৭৭ জন প্রতিযোগীর মধ্যে ১০ জনকে পুরষ্কৃত করা হয়।
আল কুরআন ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মাওলানা নাজির আহমেদ সাতক্ষীরা। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিণাকুণ্ড পৌরসভার মেয়র ফারুক হোসেন, হরিণাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান বাদল।
প্রধান অতিথির বক্তব্যের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ইমাম পরিষদের সভাপতি মঈনুদ্দিন, মওলানা তৈয়বুর রহমান, মুফতি শহিদুল্লাহ, মওলানা আব্দুল রাজ্জাকসহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, অভিভাবক, স্থানীয় উলামায়ে কেরাম আরও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মওলানা চন্দন মোর্শেদ ও মওলানা আবদুস সালাম।
Good news
Good