৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

হরিণাকুণ্ডু'র পল্লীতে চোরের উপদ্রব বেড়েছে

০৮ অক্টোবর, ২০২২

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: চুরি রোধ করতে ঐক্যবদ্ধ জনগণ

ছাগল চুরি, মোটরসাইকেল চুরি,গরু চুরি মোবাইল চুরি সহ নানা ধরনের জিনিসপত্র চুরি অহরহ হতেই আছে প্রতিনিয়ত। বলছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতোলা গ্রামের কথা।
সবুজ অরণ্য পেরিয়ে উপজেলার শ্রীফলতোলা গ্রামের পাড়া মহল্লায় গতো কয়েক মাস ধরেই ব্যাপক চুরি বেড়ে গেছে। ইউনিয়নের বিভিন্ন মহল্লায় প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা। চোরেরা এলাকার বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মোবাইল ফোন,মোটরসাইকেল, স্বর্ণালংকার, ছাগল সহ বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে। ফলে চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী।

আমাদের এলাকাতে বিগত কয়েক মাস যাবৎ বিভিন্ন পাড়া-মহল্লাতে মোবাইল ফোন গরু ছাগল চুরির ঘটনা ঘটেই চলেছে। গত (আনুমানিক) ৩ মাস পূর্বে রকেট মোবাইল ব্যাংকিং কোম্পানির এক লোকের মোটরসাইকেল চুরি হয়। তাছাড়া গত ৪ অক্টোবর ২০২২ ইং তারিখে আমাদের একটা বড় ছাগল, আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ছাগলটি চুরি হয়। অনেক খুঁজাখুঁজির পর ৫ অক্টোবর ছাগলটি উদ্ধার করা হয়। গতো তিন মাস পূর্বে শ্রীফলতোলার সাবাতুল্লাহ মালিতার পুত্র তাহাজ উদ্দীন মালিতার (ত্রিশ হাজার) টাকা মূল্যের ২ টি ছাগল চুরি হয়। একই গ্রামের মৃত্যু রমজান আলী'র ছেলে ইসমাইল হোসেনের একটি ছাগল, আজগর মণ্ডলের ছেলে চাঁদ আলীর ১ টি ছাগল, উত্তর পাড়ার মোহাম্মদ শাহ এর ছেলে মুক্তার আলী ১টি ছাগল চুরির ঘটনাটি জানান এলাকার ভুক্তভোগী বিনা ভোটের মেম্বার  শ্রীফলতোলা গ্রামের পশ্চিম পাড়ার মোঃ রোজাহক বিশ্বাসের ছেলে মোঃ খোকন আলী ওরফে খোকন মেম্বার।

ভূক্তভুগীরা জানান,পাঁচ ছয় মাস আগে আমার যে ছাগল চুরি হয়েছে তার সন্ধান করতে পারেনি। গাড়াবাড়ে যে চোর ধরা পড়েছিলো, আমরা তার মাধ্যমে জানতে চাই এই গ্রামের কোন চোর তার সাথে আছে। চোরেরা সাধারণত গভীর রাতে বাড়িতে হানা দিচ্ছে।তারা নানা কৌশল অবলম্বন করে বাসা বাড়ির মূল্যবান মাকামাল নিয়ে যাচ্ছে। চোরের কারনে আমারা অতিষ্ঠ। সব সময়ে আমরা আশঙ্কায় থাকি। আমরা দ্রুতই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কামনা করছি।

উপজেলার চরপাড়া পুলিশ ফাঁড়ি ইঞ্চার্জ (সাব ইন্সপেক্টর) এস আই নরত্তোম বিশ্বাস জানান, মোটরসাইকেল চুরির ঘটনা থানায় একটি অভিযোগ থানায় আছে শুনেছি। ছাগল চুরির ঘটনায় লিখিত অভিযোগ না আসলেও মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি। প্রতিনিয়ত আমরা টহল জোরদার করেছি। এছাড়াও আশাকরি চোরচক্রের সদস্যদের খুব দ্রুতই গ্রেপ্তার করা যাবে

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good