৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

হরিণাকুন্ডু পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

২৫ Jun, ২০২৩

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: বাজেট ঘোষণার সময়

 ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর সভাতে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০ টায় পৌর সভা চত্বরে পৌর মেয়র মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট   উপস্থাপনায় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।


বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সুদিপ্ত সালাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উন্মুুক্ত বাজেট আলোচনায় অংশ নেয়। সভায় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য সভায় এবারের বাজেটে  রাজস্ব এবং উন্নয়ন খাত  থেকে আয় ৩৯ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার ৮১২ টাকার বাজেট ঘোষণা করা হয় এবং রাজস্ব এবং উন্নয়ন খাতে ব্যয় একই পরিমান টাকা ঘোষণা করা হয়।

জানাগেছে পৌরসভাটি ২০০২ সালে স্থাপিত হয়ে অদ্যবদী পর্যন্ত সুনামের সাথে কার্যক্রম অব্যাহত আছে।মেয়র মোঃ ফারুক হোসেন দায়িত্ব গ্রহনের মাত্র ২১ মাসের মধ্যে হরিনাকুন্ডু পৌরসভাটি "গ শ্রেনি" থেকে "খ শ্রেনিতে" উন্নিত হয়। এলাকাবাসীর প্রত্যাশা এই মেয়রের হাত ধরে সারা বাংলাদেশের ন্যায় উন্নয়নের মহাসড়কে  হরিনাকুন্ডু পৌরসভায় ও ব্যাপক উন্নয়ন ঘটবে।

Related Article