০৩ নভেম্বর, ২০২৪
ছবি: হবিগঞ্জের সাবেক এসপি মুরাদ আলী
বিএনপির উপর নির্বিচারে গুলি ও অমানবিক নির্যাতনের অভিযোগে হবিগঞ্জের সাবেক এসপি মুরাদ আলী, সদর থানার সাবেক ওসি মাসুক আলীসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম মতিন বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে এ মামলার আবেদন করেন।
বিচারক মামলাটি আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
বাদীপক্ষের আইনজীবি প্যানেলের সদস্য এডভোকেট আফজাল হোসেন জানান,আজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানি শেষে অধিকতর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
মামলায় অভিযোগ করা হয়,২০২১সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির জনসভাকে কেন্দ্র করে শায়েস্তানগরস্হ বিএনপির কার্যালয়ে মঞ্চ তৈরি করা হয়।এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
কিন্তু দুপুর ১২টা থেকেই পুলিশ সভার সকল প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে জনসভায় আসা সকল নেতাকর্মীদের হয়রানি করে। পরে বেপরোয়া মারমুখী হয়ে নেতাকর্মীদের উপর গুলি বর্ষণ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি রিংগন,সফিকুর রহমান সিতুসহ তিন শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় আজ রবিবার এ মামলা দায়ের করা হয়।আদালত আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
Good news
Good