০৪ নভেম্বর, ২০২৪
ছবি: জেলা ও দায়রা জজ আদালত ভবন, হবিগঞ্জ
হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নতুন সরকারি কৌঁসুলি (জিপি),পাবলিক প্রসিকিউটর(পিপি),অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের ৩৮ জন আইনজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে। হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর সানা মোঃ মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্র থেকে জানা গেছে।
হবিগঞ্জের নতুন সরকারি কৌঁসুলী (জিপি) হয়েছেন এ.এফ.এম.খায়রুল ইসলাম।অতিরিক্ত সরকারি কৌঁসুলী হয়েছেন এস.এম বজলুর রহমান। সহকারী সরকারি কৌঁসুলী মোঃ শামসুল হক, মোঃহাবিবুর রহমান সওদাগর, মিঠু গোপ ও নাজমা আক্তার চৌধুরী।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন মোঃ আব্দুল হাই,পাবলিক প্রসিকিউটর(নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১) মনজুর উদ্দিন আহমেদ শাহীন, পাবলিক প্রসিকিউটর(নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -২)মোঃ আবুল ফজল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -৩) কামাল উদ্দিন সেলিম।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(জেলা ও দায়রা জজ আদালত) মোঃ আফজাল হোসেন, গুলজার আহমেদ খান, মোঃনুরুল ইসলাম, মোঃ সামছু মিয়া চৌধুরী ও মোঃ হাফিজুল ইসলাম।
সহকারী পাবলিক প্রসিকিউটর(চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) ফাতেমা ইয়াসমিন,সহকারী পাবলিক প্রসিকিউটর(চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) মোঃ শাহিন মিয়া খন্দকার, সহকারী পাবলিক প্রসিকিউটর(জেলা ও দায়রা জজ আদালত) সরকার মোঃ আব্দুস শহিদ , সহকারী পাবলিক প্রসিকিউটর মোজাম্মেল আহমেদ চৌধুরী, মোঃ সিরাজ আলী মীর, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, মোঃসজিদুর রহমান মঈনুল ইসলাম দুলাল, সূফী মিয়া,দিদারুল আলম,ইলিয়াস আহমেদ, ফেরদৌস আলম চৌধুরী, ইয়ারুল ইসলাম, ফয়সাল আহমদ চৌধুরী, সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, মোঃ মিজানুর রহমান, আঙুর আলী,টিপু চৌধুরী ও মোঃ মুজিবুর রহমান চৌধুরী।
Good news
Good