২২ মার্চ, ২০২৩
ছবি: ফল আরোতে ফোন করে মূল্য যাচাই করছেন।
হাকিমপুর হিলিতে উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্যগণ হিলি বাজার পরিদর্শন করেন।
আজ (২২ মার্চ) দুপুরে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ- আলম এর নেতৃত্বে বাজার মনিটরিং কমিটির সদস্যগণ বাজারের পণ্যের দাম যাচাই করেন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান এবং ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নুর- এ- আলম জানান, আসন্ন রমজান মাসে ব্যবসায়ীরা আকস্মিক ভাবে দ্রব্য মুল্যের দাম বৃদ্ধি না করে এবং প্রতিটি পন্যের মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন। আগামীকাল যে মূল্য তালিকা টাঙ্গাবে না তাদের জরিমানা করা হবে এবং নির্ধারিত মূল্যের চেয়ে যদি কেউ বেশি দাম নিয়ে থাকে তাদের জরিমানা করা হবে।
Good news
Good