৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

১৫ সেপ্টেম্বর, ২০২২

এম এম হেলাল,
বার্তা সম্পাদক

ছবি:

টাঙ্গাইলের কালিহাতীতে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। নির্বাচন, দুর্যোগ ও আপদ কালীন সময়ে দায়িত্ব পালনে আনসার ভিডিপি সদস্যদের দক্ষ বাহিনী হিসেবে গড়তে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার পাইকড়া ইউনিয়নের শিহড়াইল নতুন বাজারে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩২জন পুরুষ ও ৩২জন মহিলা আনসার-ভিডিপি সদস্যদের মাঝে সনদপত্র, ভাতা এবং পুরস্কার প্রদান করা হয়।

কালিহাতী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজের সভাপতিত্বে ও প্রশিক্ষক আব্দুল বাছেতের সঞ্চালনায় এতে প্রশিক্ষণ প্রদান করেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ও অতিরিক্ত কৃষি অফিসার ফারহানা মামুন প্রমুখ। 
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানী কমান্ডার আব্দুস সাত্তার, ইউনিয়ন ভিডিপি দলনেতা মোহাম্মদ আলী, দলনেত্রী পারুল বেগম, ইউনিয়ন আনসার কমান্ডার নাসির উদ্দীন, সহকারি কমান্ডার সাইফ আহম্মেদ ও আনসার-ভিডিপি সদস্য শাহীদা আক্তার প্রমুখ।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ সময় বলেন সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্য ও বাল্য বিবাহ প্রতিরোধে আনসার ভিডিপি'র সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good