৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গোয়াল ঘরে আগুন

২০ ফেব্রুয়ারী, ২০২৩

মোহা:জোহরুল হক,
চাঁপাইনবাবগঞ্জ জেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: আগুনে গরু পুড়ে ছাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোয়ালঘরে আগুন লেগে বাড়ির সব গৃহপালিত পশু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মো. খাইরুল ইসলামের বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে- ৩টি উন্নত জাতের গরু, ৩টি ছাগল ও ৭টি হাঁস এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে গোয়ালঘরে আগুন দেখে গ্রামবাসীরা মসজিদের মাইকে এলাকাবাসিকে জানালে তাদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু তার আগেই আগুনে বাড়ির সব গবাদীপশু সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভুক্তভোগী খাইরুল ইসলাম অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরও সময়মত না আসায় এতগুলো ক্ষতি হলো আমার। আগুনে ৩টি বিদেশি উন্নত জাতের গরু ছিল। এদের দুধ বিক্রি করে আমার সংসার চলতো। কিন্তু এক আগুনেই সব শেষ হয়ে গেল।

অন্যদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, অগ্নিকাণ্ডের সংবাদ যে সময় পেয়েছিলাম কিন্তু আমাদের ইউনিট অন্য আরএকটি জায়গায় আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় সময়মত মোবারকপুরে টিম পাঠানো সম্ভব হয়নি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good