১৭ Jun, ২০২৫
ছবি: ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হচ্ছে
টাঙ্গাইলের গোপালপুর বাজারে অভিযান চালিয়ে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৬ জুন) সকালে শহরের কোনাবাড়ী বাজারে এই অভিযান পরিচালিত হয়।
পশুর সুস্থ্যতার সনদ, অসাস্থ্যকর পরিবেশ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স না থাকার কারনে আভুঙ্গী চরপাড়ার বাসিন্দা কাজিম উদ্দিনের ছেলে মাংস ব্যবসায়ী নাসিরের(৩২) নামে মামলা দায়ের করে আদালত।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অমান্য করায় আদালত দোষী ব্যক্তিকে ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানটি পরিচালনা করেন গোপালপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম মোর্শেদ ও পুলিশ সদস্যবৃন্দ।