৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গোপালপুরে প্রানিসম্পদ প্রদর্শনী

২৫ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ রুবেল আহমেদ,
স্টাফ রিপোর্টার

ছবি: তারুণ্য ২৪

‘স্মার্ট লাইভষ্টক, স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উপলক্ষে, প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছোট মনির,এমপি ।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এডভোকেট সামসুল আলম প্রমূখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী প্রদর্শনীতে খামারিরা উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতর, পাখিসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শন করেন, এ ছাড়াও বিভিন্ন স্টলে ঘাস চাষ প্রযুক্তি হস্তান্তর, আলট্রাসনোগ্রাম মেশিন, ঘাস কাটার মেশিন, ফিডের দোকান, ডিম ঘর, দুগ্ধজাত পণ্যের প্রদর্শন করা হয় । সমাপনী অনুষ্ঠানে সেরা চার খামারীকে পুরস্কৃত করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good