৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গোবিন্দগঞ্জে মাটির খননে মিলল কষ্টি পাথরের মূর্তি

৩০ ডিসেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পরিত্যক্ত স্থানে পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জুম্মার নামাজ পর উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামে মাটির ঢিপি  সময় শ্রমিকরা একটি মূর্তি উদ্ধার করে। এসময় ওই স্থানে একটি কালো রঙের সাপ দেখতে পেয়ে তারা সাপটি মেরে ফেলে। পরে শ্রমিকরা বিষয়টি কাটাবাড়ী ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর হাতে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে ফাড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, কাটাবাড়ী গ্রামের আ. মজিদের ছেলে গয়না তার পুরাতন একটি মাটির টিবি সংযুক্ত ১০ কাঠা জমিতে পুকুর খননকালে শ্রমিকরা একটি মূর্তি উদ্ধার করে। মূর্তিটির ওজন সাড়ে তিন কেজি এবং উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি।  নারীর প্রতিকৃতির এ মূর্তিটি কোন দেবী হতে পারে তা জানাতে পারেননি তিনি।  

স্থানীয়রা জানান, মূতিটি কষ্টি পাথরের তৈরি। আমরা ধাতব পদার্থের লোহা ও ব্লেড মূর্তির সংস্পর্শে আনলে তা চুম্বকের মত মূর্তির গায়ে আটকে যায়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good