৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ গ্রেফতার-২

১৯ নভেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: মাদকদ্রব্য সহ আটককৃত আসামি।


গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বিকালে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রামে ও পৌরসভার ঝিলপড়া  থেকে জাকারিয়া আলম সরকারকে আটক করা হয়। জাহিদুলের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জাকারিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ তারা মাদকের ব্যবসা করে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব মাদক দ্রব্য পাই। এদের বিরুদ্ধে  মাদক কারবারি কয়েকটি মামলাও রয়েছে । এরা পেশাদার মাদক ব্যবসায়ী।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, আটক হওয়া দুই মাদক কারবারিকে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারের চেষ্টা চলছিল। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে মাঝখানে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে নতুন করে আবার শুরু করে মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Article