৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

ইভটিজিং এ বাধা দিতে গিয়ে আহত ৬০ জন

১২ মার্চ, ২০২৩

মোঃ মোস্তাফিজুর রহমান,
থানা প্রতিনিধি (মিরপুর অঞ্চল)

ছবি: আহত তিতুমীর কলেজের ছাত্র। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও যাদুঘরে শিক্ষা সফরে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের একদল শিক্ষার্থী। এ ঘটনায় প্রায় ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৬-৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সোঁনারগাওয়ে বাসের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী এনামুল বলেন, সোনারগাঁওয়ের পানাম সিটি ভ্রমণের সময় তিতুমীর কলেজের মেয়ে শিক্ষার্থীদের স্থানীয় কয়েকজন ছেলে ইফটিজিং করে। এ সময় প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সাথে স্থানীদের কথা কাটাকাটি হয়। পরে কলেজের উদ্দেশ্যে যখন বাস ছেড়ে যাবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে স্থানীয়রা আমাদের ওপর হামলা করে। এতে প্রায় ৬০ জন শিক্ষার্থী আহত হয়।

শিক্ষার্থীরা বলেন, হামলার সময় ৯৯৯ এ কল করলে সোনারগাঁও থানা পুলিশ এসে শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ রহমান বলেন, তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সাথে স্থানীয় কয়েকজন বিবাদে জড়ায়। এক পর্যায়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, হামলার শিকার কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Article