১০ জানুয়ারী, ২০২৩
ছবি: দুর্ঘটনায় ট্রাকচালকে জীবিত অবস্থায় উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা- দিনাজপুর রোডে কাইয়াগঞ্জ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকে জীবিত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আজ ১০ জানুয়ারী রাত চার ঘটিকার সময় আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পরে থাকা গাছের গুলের উপর তুলে দেয় ফলে ট্রাকটি উল্টেযায়। পরে স্থানীরা গোবিন্দগঞ্জ ফাযার স্টেশনে ফোন করলে তাৎক্ষণিক তারা উপস্থিত হয়ে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আহত উদ্ধার কৃত ট্রাক চালক রাজবাড়ীর কল্যানপুর গ্রামের নুর মোল্লার ছেলে কালাম মিয়া। জানাযায়,ট্রাকটি ঠাকুরগাঁ হতে আলু বোঝাই করে ফেনি যাচ্ছিল ট্রাক চালক ঘুমের ঘোরে গাড়ী চালাতে গীয়ে এ দূর্ঘটনা ঘটায় তবে অল্পের জন্য তার জীবন রক্ষা হয়েছে বললেন ফাযার সার্ভিস কর্মিরা।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফাযার স্টেশন অফিসার আরিফ আনোয়ার।
Good news
Good