১৯ সেপ্টেম্বর, ২০২২
ছবি:
অনেক যত্নে লালন পালন করতো তার গাভীটি । কিছুদিন পর হয়তো জন্ম দিত ফুটফুটে বাছুর । আনন্দে ভরে যাবে সিরাজ হাওলাদারের মন । এই আনন্দ শেষ করে দিলো সোমবার দিবাগত রাতে (১২/০৯/২২ তারিখ ) । চুরি হয় শাহজাহান বেপারী ও শাহজাহান হাওলাদার এর ৩ টি করে গরু । তাদের উভয়ের বাড়ি দশমিনা উপজেলার আদমপুর গ্রামে । এরা সবাই দিনমজুর ও খেটে খাওয়া মানুষ বটে।
উক্ত ঘটনার চার দিন পর , ওই গ্রামের ই রাসেল(২৫) অসুস্থ হয়ে ভর্তি হয় হাসপাতলে । এখানেই ঘটে যায় অবাক করা কান্ড ।
দিনটি ছিলো শনিবার (১৭/০৯/২২) সকাল ১০ টা। জড়ো হয় দুই থেকে তিন শত মানুষ । বিতরণ করেন ময়দা দিয়ে তৈরি হতে বানানো রুটি সবাইকে খাওয়ানোর জন্য । রুটি খাওয়া শেষ , শুরু হয় অন্য পদ্ধতি পাতিলে ডিম সিদ্ধ । প্রায় ৩০ মিনিট পর রাসেল(২৫) অসুস্থ হয়ে পড়েন , উত্তিজিত হয়ে যায় ভুক্তভুগী ও গ্রামের লোকজন। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এর মাধ্যমে ডিম সিদ্ধ বন্ধ করা হয় , কিছুক্ষণ পর আবার রাসেলকে আইন শৃংখলা বাহিনী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ভর্তি করা হয় হাসপাতালে । মনে হলো যেনো একটি সিনেমার গল্প ।
ভুক্তোগীরা দাবি করেন যে ফকিরের দেয়া ময়দার রুটি ও ডিম সিদ্ধ তদবির ( জার ও ফুঁ ) অনুযায়ী রাসেল (২৫) তিনিই গরু চুরি করেন । ফকিরের ভাষ্য অনুযায়ী যিনি ওই রুটি খেয়ে ও ডিম সিদ্ধ করার পর অসুস্থ হবে তিনিই চোর ।
অপর দিকে রাসেল ও তার পরিবার দাবি করেন এটা একটা ভাওতাবাজি , ভুয়া, ভন্ডামি ও কুফুরী।তার স্ত্রী দাবি করেন তার স্বামী নির্দোষ ও সহজ সরল ।
তিনি উক্ত রাত ( চুরির রাত ) এ নিজ বাসায় অবস্থান ছিলেন এটা গরুর মালিকরাও স্বীকার করেছেন ।
এমন অবস্থায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে , সবাই ভীত ও চিন্তিত হয়ে পড়ছে। এলাকা বাসীর মনে করেন এই ঘটনার সঠিক চোর খুঁজে না পাওয়া গেলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
Good news
Good