১৫ ডিসেম্বর, ২০২২
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে দুর্ঘটনার শিকার যানবাহন। ছবি- সংগৃহিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা অংশে পৃথক ৬টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ যানবাহন দুমড়েমুচড়ে গেছে এসময় অজ্ঞাত পরিচয় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল ৮ পর্যন্ত দুর্ঘটনা গুলি সংগঠিত হয় বলে প্রত্যক্ষদর্শি ও পুলিশ জানিয়েছে।
সরজমিনে জানাগেছে, মহাসড়কের মির্জাপুৃর পৌরসভার চরপাড়া, দুল্লামুনসুর, ইচাইল, কুরনী, শুভ’ল্যা, ধল্যা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মালবাহি ট্রাক, পিকআপভ্যান, লরিভ্যানসহ প্রায়টি যানবাহন ক্ষতিগ্রস্থ হয়। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একলেনে সাময়িক যানজন চলাচল বন্ধ হলে মির্জাপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন গুলি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মির্জাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লাহ টুটুল জানান, নিহত দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনা কবলিত যান উদ্ধার করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানচলাচলের জন্য স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেস্টা চলছে। আইনি পক্রিয়া সম্পন্নের পর লাশ স্বজনদের নিকট দেয়া হবে।
Good news
Good