৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ৯ কিমি যানজট

২৮ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ৯ কিমি যানজট

ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখায় স্বাবাভিক গতিতে যানবাহন চলাচল করতে পারেনি। এতে করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে ৯ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল করতে পারেনি। বুধবার (২৮ ডি‌সেম্বর) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। 

বঙ্গবন্ধু সেতুর ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্র জানায়, বুধবার ভোর রাত থে‌কে কুয়াশার প‌রিমাণ বে‌ড়ে যায়। যা দৃষ্টিসীমার ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে টোল প্লাজার কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে সেতুর কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে যানবাহ‌নের দীর্ঘ সা‌রির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সকাল ৮টার পর স্বাবাভিভাবে টোল আদায় শুরু হওয়ায় প‌রিবহন চলাচল শুরু হ‌য়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাবাভিক হবে বলে আশা করছেন তিনি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good