২৪ মার্চ, ২০২৫
ছবি: ইফতার মাহফিল
ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঘাটাইল উপজেলা শাখার আনেহলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গত ২১ মার্চ রোজ শুক্রবার বিশাল দাওয়াতী সভা ও ইফতার মাহফিলের আয়ােজন করা হয়।
সভাপতিত্ব করেন মাওলানা মােঃ বাবুল খান সভাপতি, ৯নং ওয়ার্ড শাখা, আনেহলা ইউনিয়ন, ঘাটাইল, টাঙ্গাইল ।
অনুষ্ঠান পরিচালনা করেন মােঃ সিরাজুল ইসলাম সুমন সেক্রেটারি, ৯নং ওয়ার্ড শাখা, আনেহলা ইউনিয়ন, ঘাটাইল, টাঙ্গাইল। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পবিত্র কোরআন তেলােয়াত করেন হাফেজ মােহাম্মদ মাহবুব হাসান রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল গন মানুষের নেতা ও জামাত সমর্থিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মােঃ হাসনী মােবারক বাবুল এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, টাঙ্গাইল জেলা শাখা।
বিশেষ অতিথি কাজী খন্দকার মােঃ আব্দুর রইীম সাবেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঘাটাইল উপজেলা শাখা ও মজলিসে শুরা সদস্য টাঙ্গাইল জেলা শাখা।মােঃ রাসেল মিয়া আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী,ঘাটাইল উপজেলা শাখা টাঙ্গাইল।
রকিবুল ইসলাম এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঘাটাইল উপজেলা শাখা, টাঙ্গাইল। ইসলামী সংগীত পরিবেশন করেন ডাঃ মােহাম্মদ আব্দুল জলিল।
আলােচনা করেন অধ্যাপক মােহাম্মদ রােকনুজ্জামান সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূঞাপুর পৌরসভা শাখা, টাঙ্গাইল।
মােঃ সাইফুল ইসলাম বিএসসি সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আনেহলা ইউনিয়ন শাখা ঘাটাইল, টাঙ্গাইল। মাোঃ আসলাম হােসেন সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামুরিয়া ইউনিয়ন শাখা ঘাটাইল, টাঙ্গাইল। মাঃ রাসেল মোলা (রুকণ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
আব্দুস সবুর মিয়া অফিস ও মিডিয়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখা, টাঙ্গাইল।
আরাে উপস্থিত ছিলেন মােঃ নাজিম উদ্দিন তালুকদার সাবেক সিনিয়ের শিক্ষক সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় মােঃ আব্দুছ ছমাদ মিয়া সাবেক প্রধান শিক্ষক সিংগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দোয়া মােনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দীন আলহাজবু মাওলানা মােহাম্মদ আলী সাহেব। অনুষ্ঠানক সফল ও প্রাণবন্ত করেন আনেহলা ইউনিয়নের জামাত শিবিরের কর্মী ও সর্বস্তরের জনগন।
Good news
Good