০৩ মে, ২০২৩
ছবি: পাগলা থানা প্রেসক্লাবের অভ্যন্তরে আয়োজিত আলোচনা সভা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধ্বীন পাগলা থানা প্রেসক্লাবের আগামী ২০২৩—২০২৪ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২মার্চ) বিকাল ৪ টায় প্রেসক্লাবের অভ্যন্তরে আয়োজিত আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে নতুন সদস্যও সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ কমিউনিটি পুলিশিং ফোরামের প্রতিষ্ঠাতা , পাগলা থানার সভাপতি ও পাগলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা শাহজাহান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষনা করা হয় ।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি অভজার্ভারের স্টাফ রিপোর্টার ওয়াইসির উদ্দিন আকন্দ, সিনিয়র সহ—সভাপতি নজরুল ইসলাম প্রধান, আল আমিন বেপারী ও মাইনউদ্দিন। সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন কে বি এম জিল্লোর রহমান,রায়হান করিম ,আশিক ই মোস্তফা।
এছাড়াও আরো যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা হলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ এবং অনলাইন সংবাদ তারুণ্য২৪ এর সাংবাদিক আব্দুল হালিম সরদার ,
দৈনিক আলোকিত পত্রিকার সাংবাদিক মাহফুজুর রহমান রাফি , লিহাদ সরকার, পৌরন তালুকদার , হাসান মাসুদ, রকিবুল ইসলাম মৃধা, শিমু সরকার, মহিউদ্দিন ইরান, সাব্বির আকন্দ, মাসুদ রানা, তানিয়া খাতুন, নয়ন খান, আব্দুল আজিজ, মুহাম্দ আলী বাবুল, সাইদুর রহমান স্বপন, রফিকুল ইসলাম টিটু, ইদ্রিস আলী ।
এসময় পাগলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত নতুন কমিটি ঘোষনা পূর্বক আলোচনা সভায় সামাজিক, রাজনৈতিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।