২৪ মে, ২০২৩
ছবি: পুলিশ অভিযানে অটোরিকশাসহ গ্রেফতারকৃত নজরুল
ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধ্বীন পাগলা থানায় পুলিশের অভিযানে নজরুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় রিকশাসহ মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পল্টন মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে
জানা যায়, গত সোমবার (২২ মে) সাজিদ নামে এক অটোরিকশা চালক, রিকশা নিয়ে বের হলে সেই সময়ে শ্রীপুরের বরমী বাজারের যাওয়ার কথা বলে যাত্রী সেজে ছিনতাইকারী নজরুল অটোরিকশায় ওঠেন। পরে বরমী বাজারে পৌঁছার পরেই ছিনতাইকারী চালক সাজিদকে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সাজিদ থানায় অভিযোগ দায়ের করেন সাজিদ। পরে পুলিশ অভিযানের মাধ্যমে মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পল্টন মোড় এলাকা থেকে অটোরিকশাসহ ছিনতাইকারী নজরুলকে গ্রেফতার করে পাগলা থানা পুলিশ ।
পাগলা থানার ওসি রাজু আহাম্মেদ জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারী নজরুল ইসলাম আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার নামে একাধিক চুরি মামলা রয়েছে।