২৩ Jun, ২০২৩
ছবি: আত্মাহত্যায় উদ্ধারকৃত মায়মুনার মরদেহ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাইমুনা আক্তার রূপা (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মাইমুনা উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়াবড়াইল গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (২১ জুন) সন্ধ্যা রাতে আলসারের ব্যথা সইতে না পেরে মাইমুনা আক্তার রূপা (২২) নামে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ৩ বছর আগে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়াবড়াইল গ্রামের শহীদুল্লার ছেলে আমিনুল ইসলামের সাথে চরআলগী ইউনিয়নের চরকামারীয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার রূপার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা সুখেই ছিলো কিন্তু কিছু দিনের মধ্যে মাইমুনার আলসার দেখা দেয়। চিকিৎসা চলছিল নিয়মিত৷ কিন্তু ব্যথার তীব্রতার সাথে সাথে বারবার ডাক্তারের কাছে যাওয়া আসা নিয়ে হীনমন্যতায় ভুগছিলেন মায়মুনা । বুধবার বিকালে তার আলসার জনিত ব্যাথায় তীব্রতা সইতে না পেরে নিজ গৃহে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এসময় সে বাড়িতে একা ছিলেন। সন্ধ্যা রাতে স্বজনরা খোঁজ পেয়ে গফরগাঁও থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালেী মর্গে পাঠানো হয়েছে।