২৮ অক্টোবর, ২০২৪
ছবি: প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত গনঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণ অধিকার পরিষদ (জিওপি)’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ অক্টোবর গফরগাঁও পৌর এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার ছাত্র, যুব ও গনঅধিকার পরিষদের নেতারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গফরগাঁও যুব অধিকার পরিষদের সভাপতি শরীফ শেখ, গফরগাঁও উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আকাশ সহ কামরুজ্জামান, এনামুল হক স্বপন ছাত্র অধিকার পরিষদের গফরগাঁও উপজেলা সাবেক সভাপতি মাহমুদুল হাসান মেহেদী, ছাত্র অধিকার পরিষদের গফরগাঁও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান রাতুল সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বৈষম্যহীন গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর এর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের পতাকাতলে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গনঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক আব্দুর রহিম জানান গনঅধিকার পরিষদ গণমানুষের প্রত্যাশা পুরণে কাজ করে যাচ্ছে। আগামী সময়গুলোতে সর্বস্তরের মানুষের ভালবাসায় সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবে।