৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / রাজনীতি

গফরগাঁওয়ে দুইবারের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার মানবেতর জীবনাবসান

১২ জানুয়ারী, ২০২৩

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: গফরগাঁওয়ের দুইবারের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধার এনামুল হক জজ মিয়া।

বার্ধক্যজনিত কারনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুইবারের সাবেক এমপি এনামুল হক জজ মিয়া মারা গেছেন।  

বুধবার (১১ জানুয়ারী) ভোররাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে সরকারের দেয়া আশ্রায়ন প্রকল্পের ঘরে মারা যান তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৪০ সালে চরআলগী ইউনিয়নে জন্মগ্রহণ করেন এনামুল হক জজ মিয়া । শেষ সময়ে তিনি সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির সাবেক চেয়াম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজমা খাতুনকে বিয়ে করেন এনামুল হক জজ মিয়া । পরে ১৯৮৬ এবং ১৯৮৮ সালে তৃতীয় ও চতুর্থ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

এক পর্যায়ে নাজমা তাকে ডিভোর্স দিয়ে অন্যজনকে বিয়ে করে আমেরিকা পারি জমান। পরে রাজধানীর মিরপুরে নাছিমা হক নামে এক শিক্ষিকাকে বিয়ে করেন এনামুল হক জজ মিয়া। বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী নাছিমা হক তার দুই মেয়ে সহ ঢাকার পুরানা পল্টন এবং মিরপুরের কাজিপাড়া দুই বাড়িতে থাকেন ।

সবশেষে এনামুল হক জজ মিয়া তার তৃতীয় স্ত্রী রুমা এবং ১০ বছরের ছেলে নূরে এলাহীকে নিয়ে বসবাস করতেন গফরগাঁওয়ের পুখুরিয়া গ্রামে সরকারের দেয়া আশ্রায়ন প্রকল্পের একটি রুমে। মুক্তিযোদ্ধা ভাতা না পেয়ে দুস্থদের সাথে দুঃখ এবং দারিদ্রতার মধ্য দিযে শেষ সময় পার করেন এক সময়ের দাপুটে রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য  এনামুল হক জজ মিয়া।

বুধবার আসর নামজের পর গফরগাঁও সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।  জানাযা শেষে রাগাইচটি তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।  

জানা গেছে , তার আমলেই গফরগাঁও সরকারি কলেজ, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান সরকারি করণ হয় এবং অনুমোদিত হয় রোড কালভার্ট সহ বেশ কিছু উন্নয়নশীল স্থাপনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান তার জানযায় উপস্থিত হয়ে বলেন -বীরমুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য  এনামুল হক জজ মিয়ার পরিবারের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থায়ী আবাসন নির্মান করে দেওয়া হবে। তার পরিবারের সকল দায়িত্ব নেওয়ার কথাও বলেন তিনি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন- জনাব  এনামুল হক জজ মিয়া ছিলেন একজন দেশপ্রেমিক বীরমুক্তিযোদ্ধা। তার পরিবার আইনগত কোন সমস্যায় পরলে থানা পুলিশ তার পাশে থাকবে।

এসময় আশরাফ উদ্দিন বাদল,  গফরগাঁও উপজেলার জাপা সদস্য সচিব নাজমুল হক, পৌর সেক্রেটারী আবু সাঈদ ভূইয়া এবং জাতীয় ছাত্রসমাজের সভাপতি আব্দুল আহাদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

Related Article