১০ অগাস্ট, ২০২৩
ছবি: ভূমিহীনদের মাঝে গৃহ হস্তান্তরে উপজেলা পরিষদে উপস্থিতির একাংশ
আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার। মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর প্রকল্পের আওতায় ৮৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগস্ট) গফরগাঁও উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই উদ্বোধন করেন সরকার প্রধান।
গফরগাঁওয়ে এর আগে তিনটি ধাপে ৩৩৫ টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রায়ণ প্রকল্প—২ এর আওতায় গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগদান করে গফরগাঁও উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ নিয়ে গফরগাঁও উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে সর্বমোট ৪২৩ টি পরিবার সরকারি আশ্রায়ন সুবিধা পেয়েছেন। হতদরিদ্র পরিবারের মাথা গোজার আশ্রয় পেয়ে সুখের সন্ধান মিলেছে বলে মনে করেন এসব পরিবারগুলো। এ ঘর পেয়ে খুশিতে আত্মহারা অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবার যাদের মাথা গোঁজার ঠাঁই ছিলো না কোনদিন। এখন এই ভূমিহীনরা ২ শতাংশ জমিসহ পাকা ঘর পেয়ে চোখে মুখে আনন্দের জোয়ার, শেষ বয়সে এসে নিঃশ্বাস ছেড়ে মাথা গোঁজার মত আশ্রয় মিলল তাদের।
অনুষ্ঠানে ভূমিহীন মানুষদের কাছে প্রধানমন্ত্রীর উপহার ঘরের দলিল ও চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন খন্দকার, পুলিশ সার্কেল অফিসার আফরোজা নাজনীন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুখ আহমেদ, পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু অাহমেদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাগণ, সাংবাদিক এবং সকল সুবিধাভোগীগণ।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান সাংবাদিকদের বলেন, ৪র্থ পর্যায়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে নির্মিত আশ্রায়ন প্রকল্পে ৮৮টি ঘর ভূমিহীনদের হাতে দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে গফরগাঁও উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। তিনি আরো বলেন এরপরও যদি কোন ব্যক্তি গৃহহীন থাকে আমরা যাচাই বাছাই করে তাদেরকে পুর্নবাসনের ব্যবস্থা করব।