০৭ এপ্রিল, ২০২৫
ছবি: গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ
গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭,এপ্রিল) বিকাল ৩.৩০ মিনিটে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সাংবাদিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে গফরগাঁও উপজেলা প্রেসক্লাব,
গফরগাঁও প্রেসক্লাব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় গফরগাঁও উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন এর নেয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
এছাড়াও উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আয়নাল ইসলাম, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম বাবুল,গফরগাঁও প্রেস ক্লাবের আহ্বায়ক রুবেল,
যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ছলিম উল্লাহ, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সদস্য মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, হানিফ খান, আশরাফুল আলম মামুন, আরিফুল ইসলাম, বাপ্পি, মনোহরুল ইসলাম, চঞ্চলসহ আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Good news
Good