১০ মার্চ, ২০২৩
ছবি: গফরগাঁও থানার পুলিশের অভিযানে আটককৃত জুয়ারি সদস্য
ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন ধামাইল জলেশ্বর গ্রামে জুয়াড়িসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মার্চ বৃহস্পতিবার গফরগাঁও থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গফরগাঁও থানার এসআই হোসাইন আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালেশ্বর গ্রামের জনৈক খসরু মিয়ার বাঁশঝাড়ে ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো শিলাসী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. রিপন মিয়া, দুলাল উদ্দিনের ছেলে মো. ডালিম, দুলাল উদ্দিনের ছেলে মো. রিয়াদ মিয়া, জালেশ্বর গ্রামের গুলজার হোসেনের ছেলে মনির হোসেন, সিরাজ মিয়ার ছেলে মামুন মিয়াকে আটক করে থানায় নিয়ে যান। এ ছাড়া পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ভারইল গ্রামের এস এম খাদেমুল হকের ছেলে কামরুজ্জামান, লক্ষ্মণপুর গ্রামের আছমত আলীর জামাল উদ্দিন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।