৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গাইবান্ধায় শ্রমজীবীদের পেনশনের দাবিতে সমাবেশ করল ক্ষেতমজুর সমিতি

২৯ ডিসেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বয়স ৬০ বছর হলেই শ্রমজীবিদের পেনশন, পল্লী রেশনিং চালু, গ্রামীণ বরাদ্দের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ১ নম্বর রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর ট্রাফিক মোড়ে সমাবেশ করে।
গাইবান্ধা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, গোবিন্দগঞ্জের দেলোয়ার হোসেন, ওয়াহেদুন্নবী মিলন, পলাশবাড়ীর হামিদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। তারা দাবি করেন, অবিলম্বে ৬০ বছরের ঊর্ধ্বে সকল দিনমজুর ব্যক্তিদের পেনশনের আওতায় আনতে হবে। ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশনিং চালু করতে হবে এবং গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ করতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good