৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / আইন-আদালত

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের ১৪ বছর কারাদন্ড

০১ ডিসেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত।

গাইবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মেহেদী হাসান (১৮) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান আদালতে আসামি মেহেদী হাসানের উপস্থিতে এই রায় প্রদান করেন।

এ বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী  মহিবুল হক সাংবাদিকদের জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর  গ্রামের এক স্কুলছাত্রীকে মেহেদী হাসান স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত ২০১৮ সালের ৪ এপ্রিল স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলার খামার জামিরা গ্রামে আত্মীয়ের বাড়ি যায়। ওই বাড়ি থেকে ১০ এপ্রিল বিকালে পাশের রাস্তায় ঘুরতে গেলে সেখানে থাকা মেহেদী হাসান ওই স্কুলছাত্রীটিকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। ওই বছর ১৬ এপ্রিল স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামি সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন।

Related Article