৩০ মার্চ, ২০২৩
ছবি: বিআরটি ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ও জরিমানা
গাইবান্ধায় রেজিষ্ট্রেশন, ফিটনেস ও রুটপারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান এর অংশ হিসেবে মটর সাইকেল, কাকড়া, ভটভটিসহ মোট ৩০টি গাড়ি আটকসহ মোট ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানা হয়েছে।
শৃংঙ্খলা মেনে চালাই গাড়ি, নিরাপদে বাড়ি ফিরি” এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশ ও বিআরটিএ আয়োজনে মাসব্যাপী বিশেষ অভিযান এর অংশ হিসেবে বুধবার দিনব্যাপী গাইবান্ধায় রেজিষ্ট্রেশন, ফিটনেস ও রুটপারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালান গাইবান্ধা জেলা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক। অভিযানকালে ৩০টি মোটরসাইকেল আটক, পাঁচটি কাকড়া, তিনটি ভটভটির উপর ২০টি মামলা দায়ের, ৩০টি গাড়ি আটক এবং মোট ৩৫ টি গাড়িকে ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে। অভিযান এর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ)র মটরযান পরিদর্শক কামাল হোসেন কাজল, মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ আলমগীর কবির ও ট্রাফিক পুলিশ সদস্য।
গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক বলেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন স্যারের নেতৃত্বে মাসবাপি এই অভিযান চলবে।
Good news
Good