৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলামের বদলি

২৪ নভেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

অসহায় মানুষের পাশে সহায়তার উদাহারণ সৃষ্টিকারী মানবিক পুলিশ কর্মকর্তা ও গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম কে গাইবান্ধা জেলা পুলিশ হতে বিশেষ পুলিশ সুপার অপরাধ তদন্ত বিভাগে বদলি করা হয়েছে৷

আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ১ শাখার স্মারক ২৪.০০.০০০০০.০৯৪.১৯.০৩৬.২০.১৪৪৭ নং পত্রে জারিকৃত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত পত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ৷ একই পত্রে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. কামাল হোসেনকে গাইবান্ধা পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে ৷

গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও মানবিক পুলিশ কর্মকর্তা মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম এর  বদলিতে সচেতন মানুষ ও জেলার গণমাধ্যমকর্মীগণ তার পরবর্তী কর্মস্থলে এবং অসহায় মানুষের পাশে থেকে মানবিকতার ধারা বজায় রাখতে ও কর্মময় জীবনকালে উত্তোর উত্তোর সাফল্য ও মঙ্গল কামনা করেছেন।

Related Article