২১ অক্টোবর, ২০২২
ছবি: উদ্ধারকৃত অটোভ্যান ও নিহত চালক
সুন্দরগঞ্জে হত্যার শিকার অটোভ্যান চালক খলিলুর রহমান (৫০) উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের এনায়েত উল্যার ছেলে।
গত বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রীজের দক্ষিণ পাশের্ব রাস্তা সংলগ্ন ধান ক্ষেত থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অটোভ্যান চালক খলিলুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় থানায় মামলা করে অটোভ্যান চালকের ভাই। পুলিশের ধারণা যাত্রীবেশে ছিনতাইকারী চক্র এঘটনা ঘটিয়েছে।
এঘটনায় পুলিশ ব্যাপক তৎপরতা চালালে ছিনতাইকারী চক্র বাধ্য হয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের বাজপাড়া রোডে শামছুল হকের সেচ পাম্পের সামনে কাঁচা রাস্তার উপর চাবিসহ অটোভ্যানটি রেখে আত্নগোপন করে। পুলিশ সেখান থেকে অটোভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে খুনের শিকার খলিলুরের পরিবারের লোকজন অটোভ্যাটি তাদের নিজেদের বলে শনাক্ত করে। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক অটোভ্যানটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,খুনি চক্রকে গ্রেফতারে ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে।