৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউ পি'র সহকারী হিসাব রক্ষক আটক

১৭ নভেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: আটককৃত রুবেল

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন পরিষদে কর্মরত সহকারী হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর রুবেল মিয়া  অবশেষে কারাবন্দী হয়েছে। রুবেল মিয়ার বিরুদ্ধে সরকারি একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। 
লিখিত অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, গাইবান্ধা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া এলাকার মৃত রইচ উদ্দিন এর পুত্র রুবেল মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের সহকারী হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর পদের বিপরীতে নিয়মিত ভাবে সরকারি বেতন ভাতা উত্তোলন করছেন। অথচ তার বিরুদ্ধের RAB এর গাড়ি পোড়ানোসহ RAB ও পুলিশের উপর হামলার একাধিক মামলা ও মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। 
অভিযোগকারীরা জানান, রুবেল মিয়ার বিরুদ্ধে অফিস ফাঁকি দিয়ে রাজনীতি করে বেড়ানো, ঘুষের বিনিময়ে জন্ম মৃত্যু নিবন্ধন প্রদান ও স্বজন প্রীতির মাধ্যমে সরকারি বিভিন্ন ভাতার অর্থ লোপাটসহ নানা অপকর্মেরও অভিযোগ রয়েছে। গ্রেফতার এড়িয়ে দীর্ঘদিন যাবত তিনি গা ঢাকা দিয়ে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। অবশেষে ১৬ নভেম্বর গাইবান্ধা জর্জ কোর্টের মামলা নং- জি আর ২৪/২১ ও ২৫/২১ মামলা ২টিতে হাজিরা দিতে গিয়ে তিনি আটক হলে পুলিশ তাকে জেল হাজতে পাঠায়। এ মামলা দুটিতে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।  
এব্যাপারে  বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে  বলেন, "ঘটনাটা আমি শুনেছি, কিন্তু অফিসিয়ালী কোন নির্দেশনা কিংবা কাগজপত্র পরিষদে পৌঁছায়নি। তাছাড়া তার বিরুদ্ধে কি অভিযোগ আমি জানি না। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good