০৮ জানুয়ারী, ২০২৩
ছবি: আটককৃত আসামি
গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে গাইবান্ধা জেলা দায়রা জাজ আদালত এর সি আর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে।
আটককৃত সাজাপ্রাপ্ত আসামি ইদিলপুর ইউনিয়নের যোগীবাড়ী গ্রামের মৃত্যু মকবুল ব্যাপারী ছেলে শাহ আলম (৫৫)।
ফাঁড়ি সূত্রে জানা যায়,৮ জানুয়ারি সকালে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পবিত্র কুমারের নির্দেশে এস আই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শাহ্ আলম কে মাদারহাট থেকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এস আই আমিরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর দুপুরে সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Good news
Good