৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গাইবান্ধা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহন করলেন মাহমুদ হাসান রিপন এমপি

১০ জানুয়ারী, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ড. শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা- ফুলছড়ি) শূন্য আসনের উপ নির্বাচনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন আজ ১০ জানুয়ারী মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহন করেছেন।

জাতীয় সংসদের ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে বিকেল ৫টায় শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসময় ডিপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি,বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, মাহমুদ হাসান রিপনের সহধর্মীনি মরিয়ম জামান শিখা, জাতীয় সংসদ সচিবলায় ও জাতীয় সংসদ ভবনের কর্মকর্তাগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহন শেষে চলমান সংসদ অধিবেশনে যোগদেন মাহমুদ হাসান রিপন এমপি।

উল্লেখ্য, গেলো বছরের ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি'র মৃত্যুতে আসনটি শূন্য হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এরপর ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। অনিয়মের সঙ্গে ১১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয় ইসি। পরে গত ৪ জানুয়ারি আসনটিতে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৮ হাজার ২৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) গোলাম শহীদ রঞ্জু লাঙল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good