১১ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: মরদেহ উদ্ধার
ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের ব্যবসায়ী সোলায়মান সরকার (৫১)নামের এক ব্যক্তির মরদেহ বগুড়ার রেল লাইনের পাশ থেকে উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে রেল লাইনে কাটা পড়া তার মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশ।
বিষয়টি সান্তাহার রেল পুলিশের বরাতে নিশ্চিত করেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী। তিনি বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে সান্তাহার জিআরপি পুলিশ টেলিফোনে একব্যক্তির রেলে কাটা পড়ে মৃত্যুর খবর জানায়। তাদের দেওয়া তথ্য ও বণর্নার ভিত্তিতে ধারণা করা হচ্ছে সেটি নিখোঁজ সোলায়মানের লাশ। পরে নিখোঁজ সোলায়মান সরকারের স্বজনরা তার লাশ হিসেবে শনাক্ত করেছেন।
এরআগে, গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির অদূরে অবস্থিত দক্ষিণ বুড়াইল (কল্ল্যাবেড় জামে মসজিদ) যাওয়ার জন্য ভোর রাতে বাড়ি থেকে বের হন সোলায়মান।
তারপর থেকেই নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি ফুলছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে সোলায়মানের ছোট ভাই আব্দুর রউফ। এরপর থেকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে সোলায়মানোর পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল দূর্বৃত্তরা।
Good news
Good