২৭ অক্টোবর, ২০২২
ছবি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক দিবসে উপলক্ষে শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক দিবস উপলক্ষে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়েজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি ফুলবাড়ী উপজেলা পরিষদ থেকে শুরু করে ফুলবাড়ী বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
Good news
Good