৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফুলবাড়ীতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

০৩ নভেম্বর, ২০২২

মোঃ মাইদুল ইসলাম,
ফুলবাড়ি উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি

ছবি: ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ কার্যালয়

আজ সেই ভয়াল ৩রা নভেম্বর, শোকাবহ জেল হত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় ও বেদনাদায়ক দিন। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। স্বাধীন বাংলাদেশ কে নিজের কবজায় নিতে এক কালো শক্তি এই নারকীয় হত্যা কান্ড চালায়।বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার আরাই মাস পরে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী, এবং এএইচএম কারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। তাই বাংলাদেশে ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয়। কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করেছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ হারুন, শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো ওয়াহেদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হোসেন তমাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাব্বের হক হ্যাভেন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good